নাটক: তৃতীয়জন
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
সময়টা ১৯৭১, হানাদার বাহিনীর তান্ডব থেকে রক্ষা পেতে সবাই দিগন্তে ছুটছে। উদ্দেশ্য ভারত! হিজড়া সম্প্রদায়ের মধ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত হিরা(নিশো)। সংক্রমনের ভয়ে তার সম্প্রদায়ের লোকেরা তাকে একঘরে করে দেয় শেষ পর্যন্ত তাকে রেখেই পাড়ি দেয় ভারতের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখা হয় গর্ভবতী নারী বানু(মেহজাবিন) এর সাথে। শহরে থাকা স্বামীর প্রাণনাশের আশংকা গর্ভে থাকা সন্তান জন্মদানের অনিশ্চয়তা ঘিরে অতিষ্ঠ। হীরার সাহায্যে যাত্রা শুরু করে। বহুকষ্টে কিছুদূর পার করার পর সন্তানের জন্ম হয়। নাম দেয়, কোটি মানুষের রক্তের লালন "মুক্তি"!
যাত্রা কালে এক রাত্রে তারা পড়ে যায় পাকিস্তানি মিলিটারির সামনে। মুক্তি এবং তার মায়ের জীবন বাঁচাতে হীরা উৎসর্গ করে নিজেকে।
মুক্তিযুদ্ধের করুন ইতিহাস। হিজড়া সম্প্রদায়ের প্রতি চলিত প্রথা আর কুসংস্কার এবং তাদেরি মহান আত্মত্যাগের কাহিনী নিয়ে তুহিন হোসেন এর পরিচালিত নাটক " তৃতীয়জন"।
এই পর্যন্ত রোমান্টিক আর রম্য নাটকে অভিনয়ের পর হিজড়া চরিত্রে এবং একাত্তরের সময়কার গৃহবধুর চরিত্রে মানিয়ে নেয়া আরফান নিশো আর মেহেজাবিন চৌধুরীর জন্য চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত নিখুত আর সাবলীল ভাবে দুটি চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন তারা।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন