কবিতাঃ মানুষ তাই চায় যা তার মন চায়
লেখকঃ তমালিকা জাহান তমা
সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে,
তবে শ্বেতরোগী দেখলে এড়িয়ে যাও কেনো ??
কালো রং যদি এতোই কুৎসিত মনে হয়,
তবে কালো চুলের মায়ায় ঢলে পড়ো কেনো ??
ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতোটাই ভালো লাগে,
তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ হবার কারণ ??
মুখের দাগগুলোকে যদি লুকোতেই হয়,
তবে ঠোঁটের ওপরের তিলটাকে ভালোবাসো কেনো বলতে পারো ??
চঞ্চলতা ই যদি ভালো লাগে,
তবে ভদ্রতার ই বা কেনো খোঁজ করো ??
সাজগোজে যদি ভালো না লাগে,
তবে কপালের টিপ আর চোখের কাজল কেনো ভালো লাগে ??
মন খারাপ এ যদি কারোর সাথ চাও,
ভালো সময়ে তাকে ভুলে যাও কেনো ??
বেসামাল ভালোবাসা যদি চাও,
পরিশেষে বেহায়া কেনো বলো ??
আসলে এখানে কারোর-ই চাওয়া পাওয়া পূর্ণ করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের প্রত্যাশা ভিন্ন রকম।
মানুষ তাই চায় যা তাঁর মন চায়,
যা সে চায় তবে মনের কথাই শুনতে হয়..
ভালো-খারাপ মিলিয়েই আমাদের চলতে হয়,খারাপের মাঝেই ভালো খুঁজে নিতে হয় আর এভাবেই ভালো থাকতে হয়।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন