মন ভালো নেই আমার আকাশ ছুঁয়ে মেঘ করেছে আস্তাবল থেকে থেকে ভিজিয়ে যায় চুলের ডগা দিগন্তে এসে বৃষ্টির ফুল । 

 মন ভালো নেই আমার একা থাকার দিনে - একা একা থাকতে বিষাদের বিষণ্ণ প্রহরে কাটে আমার সোনালি মেঘের স্পর্শতে । 
ছবি


 মন ভালো নেই আমার বহুদূরের পথ হেঁটে শেষ আশ্রয়ে পৌঁছে ভালো থাকে না বৃষ্টি মুখরিত কার্তিক দিনে সময় কাটে সব আলগোছে ।

 মন ভালো থাকে না, ব্যথিত মন এমন বৃষ্টিস্নাত শিশির ছুঁয়া কার্তিক ভোরে চোখের জল দিয়ে তাই বুকের ভিতর বৃষ্টি নিলাম কিনে বিষণ্ণ এই শহরে।