নাটকের রিভিউ
আরিয়ানের পরিচালনায় দর্শকবৃন্দের বুকের বা পাশে স্থায়ীভাবে জায়গা করে নেয়া "বুকের বা পাশে" নাটকের ভিউ এখন কোটি দুই ছাড়িয়ে। দর্শক নাটকটা এভাবেই তো নেয়ার কথা ছিলো, প্রতিটি সিন হৃদয় নাড়া দেয়, চোখে জল আনে।
নাটকের পোস্টার |
ঈদের ছুটিতে বাড়ির যাত্রাপথে বাসেই একটা মেয়ের সাথে পরিচয় হয় আদনানের।দুজন বসেছিলো পাশাপাশি।তার সুবাদে তাদের মধ্যে কথা হয়,শেষটায় ফোন নাম্বার বিনিময়।
বাড়ি ফেরার পর রাশেদ অপেক্ষা করতে থাকে ফারীনের ফোনের জন্য।দু-দিন বাদে আসে সেই প্রতিক্ষীত ফোন কল।একসময় তাদের বন্ধুত্বের কথা রাশেদের বাড়িতে জানায়।ফারিন ও রাশেদকে নিজ বাড়িতে পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে।আসা যাওয়ার মধ্যে বেশ কাটছিলো সময়।তখনি ফারিনের বাবা রাশেদকে বলে কিছুদিনের মধ্যেই ফারিনের বিয়ে রাশেদ যেন তাদের পাশে থেকে সহযোগিতা করে।তা শুনে রাশেদ চমকে যায়।সে ফারিনকে জানায় সে যে তাকে ভালোবাসে।কিন্তু ফারিন বলে এই সব ভালোলাগা আস্তে আস্তে কেটে যাবে।এরপর,ফারিনের বিয়ে হয়ে যায়।
হঠাৎ একদিন রাস্তায় রাশেদকে দেখতে পায় ফারিন।তার পিছু নিতে গিয়ে সে দেখতে পায় রাশেদ একটি মানসিক হাসপাতালের রুগী রাশেদের বেহাল দশা দেখে কান্নায় ভেঙে পড়ে ফারিন।
এভাবেই সমাপ্তী টানে ক্ষনজন্মা সত্যিকারের প্রেমের।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন