সব ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় না। বরং কিছু কিছু ভালোবাসা সময়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকে যুগের পর যুগ।রিলেশনের শুরুতে আমরা কত প্রমিসেই তো করি একে অপরকে ছুঁয়ে। কিন্তু  সেটা কতদিন? 


সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে  প্রতিদিন কতশত প্রমিস  হচ্ছে,এটা কেবল ই


ইনবক্সেই সাক্ষী। অনেকেই তো ভবিষ্যৎ  বাচ্চার  নাম পর্যন্ত রেখে দেয়। তার কিছুদিন পর অতৃপ্ত  লাগে  প্রিয় মানুষটা। ধীরে ধীরে ভুলে যায় সকল প্রমিস,  সকল  ভালোবাসার কথা। 


আমি বলছি না যে, সবাই কেবল  প্রমিস করে ভুলে যায়, তেমনটা কিন্তু না। মাঝে মধ্যে ভালোবাসার বড় বড় দৃষ্টান্তও চোখে  পড়ে। 

দিনশেষে কারও ভালোবাসা বেঁচে থাকে যুগের পর যুগ। কারও ভালোবাসা এক ঘন্টাও টিকে না। সবার ভালোবাসা পবিত্র হয় না।