lekha19

কবিতার নামঃ নিশ্চুপ মানবতা

লেখকঃ প্রণয় আচার্য্য

আজকে মানুষ হারিয়েছে হুশ রক্ত পিপাসু হয়ে
পাইনা সংঙা রক্তগঙ্গা কেন যে যাচ্ছে বয়ে।
পূবালী বাতাসে আজ ভেসে আসে গলিত লাশের গন্ধ
রয়েছে নিরব মানবতা সব আজকে হয়েছে অন্ধ।
কত তাজা প্রাণ দিয়ে বলিদান পাচ্ছে কিসের সুখ
সেইসব স্মৃতি ভেবে দুষ্কৃতি আঁখি জলে ভাসে বুক।
মনে মনে বলি কেন এই হলি খেলছ তোমরা আজ
প্রশ্ন আমার লাভ কি তোমার সেজে রণতরী সাজ?
থাকবে কি চুপ জ্বালাবে না ধূপ প্রশ্নরা জাগে মনে
বাড়ে প্রতিদিন রক্তের ঋণ তাড়া করে প্রতি ক্ষণে।
ভেসে আসে কানে আজ প্রতিদানে হাজার শিশুর কান্না
আকাশে বাতাসে ক্রন্দনশ্বাসে ভারী যেন হয় আর না।
মানবতা দেখি লজ্জায় নাকি! লুকিয়েছে মুখ ভয়ে
বিশ্বমানব সেজেছে দানব রক্তপিপাসু হয়ে।
মানবতা তুমি বিজয়ের ধ্বনি শোনাবে কখন বলো?
আঁখি করে লাল আজ নয় কাল সুচিদের দেশে চলো।
দেখবে সেখানে এখানে-ওখানে কত যে লাশের স্তুপ
এমন দৃশ্য দেখার পরেও থাকবে কি তুমি চুপ?