গল্পের নামঃ বন্ধুত্ব

লেখকঃ মেহেদী হাসান

কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়,, আর তা হলো বন্ধুত্বের সম্পর্ক। আমাদের পরিবারের বাইরেও ছোটখাট একটা সম্পর্ক থাকে,তাই হলো বন্ধুত্বের সম্পর্ক,,বন্ধু শব্দটা ছোট হলেও এর মাহাত্ম্যটা কিন্তু খুবই বড়।মনের গহিন কোনের সম্পর্ক।কেউ কেউ বলে থাকে যার বেস্ট ফ্রেন্ড আছে তার কাছে অর্ধেক পৃথিবী আছে।একজন ভালে বন্ধু হলে ঘরের বাইরে আর কারো প্রয়োজন হয় না।ভালোবাসার বন্ধনে তো সে ই আবদ্ধ করে রাখে।জীবনে চলার পথে সে ই তো একমাত্র পাশে থাকে। সব ন্যায় অন্যায়ের সাক্ষী। বন্ধুত্বের সম্পর্কগুলো সত্যি অসাধারণ হয়।যখন পরিবারের গন্ডি পেরিয়ে বাহিরে বের হই,হাঁটি হাঁটি পাঁ পাঁ করে স্কুলে যাই,তখনই বন্ধু নামক শব্দটার সাথে পরিচিত হই।বন্ধুত্বের মাঝে কোনো স্বার্থ থাকে না,থাকেনা কোনো অর্থ চিন্তা।থাকে শুধু একে অপরের ভালোবাসা আর হারানোর ভয়।বন্ধুত্ব সে তো সৃষ্টিকর্তার দেওয়া অনন্য উপহার। বন্ধুত্ব সে তো দুই বন্ধুর মনের মিলন।বন্ধুত্ব সে তো বিষ্ময়কর কিছু ভালোবাসা। বন্ধুত্ব সে তো মনের মাঝে অদ্ভুত আবেগ।বন্ধুত্বে থাকে না কোনো অর্থ কিংবা পদ মর্যাদার বড়াই,,বন্ধুত্বে থাকে না কোনো মেধার দৈরথ।থাকে তো শুধু ভালোবাসাই।

কিন্তু কিছু কিছু বন্ধু তা বুঝে না,,উপরে বন্ধু ডাকে স্বার্থ হাসিলে।তাদের কাছে অর্থ চিন্তাটাই প্রাধান্য পায়।বন্ধুত্বের ভালোবাসা কি তারা তা বুঝে না,তারা বুঝে অর্থের যোগ্যতা,,তোমার আর আমার অর্থ সমান হলেই তুমি আমার বন্ধু হতে পারবে,নয়তো না।তারা বুঝে এমন।তাদের ভালোবাসাটা আগে আসে না,অর্থ চিন্তাটাই আগে আসে।স্বার্থ চিন্তা আগে আসে।
কথায় আছে অর্থই অনর্থের মূল। অর্থই দুইজন বন্ধুর মাঝে ভাঙ্গন ধরায়।দেওয়াল তুলে ভালোবাসায়।যেখানে অর্থ চিন্তা প্রাধান্য পায় সেখানে ভালোবাসা কোথা থেকে আসবে? এজন্য আগে অর্থ চিন্তা নিগড়ে ফেলে দিতে হবে।