lekha19

কবিতার নামঃ জোনাকির আলো

লেখকঃ প্রণয় আচার্য্য

জোনাক পোকা রাগ করেছে জ্বালে না আর আলো
রাত্রিবেলা তাইতো এখন যায় না দেখা ভালো।
পল্লী বধূর সিঁথির মতো গাঁয়ের পথটি ধরে
যেই চলেছি অমনি হঠাৎ গেলাম আমি পড়ে!
শস্যক্ষেতের বাহারী রঙ উঠলো চোখে ভেসে
তুললো না কেউ হাতটি ধরে আমার কাছে এসে।
আগে দেখতাম রাতের বেলা জোনাকিরা এসে
পথিকেরে পথ দেখাতো পরম ভালোবেসে।
জোনাকির আর দোষ দেবো কী ভাবছি বসে শুধু
বন-জঙ্গল কেটে ফেলে নিজেই করছি ধূ-ধূ!
এইতো সেদিন নিজের হাতে গাছগুলোকে কেটে
থাকার জন্য ঘর করেছি ইটগুলোকে গেঁথে।
কাল যেখানে বন দেখেছি আজ সেখানে বাড়ি
বলতে পারো জোনাকিরা কেন দেবে না আঁড়ি?
তারা যদি থাকার জন্য বাসস্থান না পায়,
বংশবৃদ্ধি করতে যাবে বলো না কোথায়?