কবিতা
লেখকঃ তন্ময়
ভুলে যাবো ঠিকই একদিন
ঠিক তোমার মতো করে
হাজার চাইলেই পাবে না ফিরে
আমায় আগের মতো করে।
সেদিন আর তোকে বাসবো না ভালো
থাকবো দুরে সরে
অভিমান গুলো সব দূরে ফেলে
তারা হয়ে জ্বলবো আকাশ নীলে।
দেখবো সেদিন দুরে বসে
তোমার মুখের হাসি, কান্নার সেই কারন
হাজার চাইলেই তোমার পাড়াতে
সেদিন ফিরে আসাই বারণ।
নির্ঘুম ঐ চাঁদের পানে
থাকবো সাড়া নিশি চেয়ে
মিঠি মিঠি আলো হয়ে
যাবো তোমায় ছুয়ে।
বলবো না সেদিন ভালোবাসি
দেখতে চাইবো না তোমার মুখের হাসি
দুর থেকেই দেখবো তোমায়
বলবো অনেক ভালো আছি।
সেদিন তোমার ভালো লাগা ভালো থাকা
থাকবে তোমার মাঝে পড়ে
আমার হাসিটা তোমায় দিয়ে
আমি থাকবো দূরে সরে।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন