গল্প
গল্পের নামঃ জার্নি বাই বোট
লেখকঃ মেহেদী হাসান
ছোটবেলা থেকে Journey By Boat রচনাটি এত বার পড়েছিযে,মনের কোনে ছোট করে ইচ্ছে জাগতে শুরু করে নৌকা ভ্রমনের। তাই তো নৌকা ভ্রমনের স্বপ্নটা বাস্তবে রুপান্তর করলাম।
বিকালে মামা অফিস থেকে আসার পর দুজনে একসাথে বের হলাম।ভ্রমনের স্থানটা ছিলো সদরঘাট থেকে ফেরীঘাট।কয়েক মিনিটের ভ্রমণ। তারপরও খুবই রোমাঞ্চকর। সদরঘাট থেকে নৌকায় উঠলাম।মনে মনে ভিষন ভয় পেয়েছিলাম।কেননা বুড়িগঙ্গার নৌকাডুবি যে,এখনো মনের গহিন কোনে আঁটকে আছে। ভায় পেয়েছিলাম।কিন্তু কাউকে তা বুঝতে দেই নাই।
নদীতে প্রবল স্রোতের কারনে ভয় আমাকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে। নদীর পাড়ে মানুষের কতই না ব্যাস্ততা।দুচোখ ভরে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম।
যাওয়ার সময় ভয় পেলেও আসার সময় ভয়ের মাএা ছিলো কম।ভয় এড়ানোর জন্য ছবি তোলার সিদ্ধান্ত নিলান।তাই আসার সময় একটা রিজার্ভ নৌকা নিয়ে ছবি তুা শুরু করে দিই।কিন্তু দুঃখের কথা কি আর বলবো,একটা ছবিও সুন্দর হয় নাই।ছবি তুলতে তুলতে কখন যে,পাড়ে এসে পৌঁছালাম,টের ও পেলাম না।
এভাবে সদরঘাট থেকে ফেরীঘাট।ফেরীঘাট থেকে সদরঘাট পাড়ে আসার মধ্যে আমার নৌকা ভ্রমনের সমাপ্তি ঘটলো।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন