কবিতার নামঃ মৃত্যু

লেখকঃ প্রণয় আচার্য্য

নাইবা হলাম সুস্থ আমি নাইবা হলাম ভালো
নাইবা এলো মনের ঘরে একটু সুখের আলো
নাইবা দেখলাম সোনালি ভোর নাইবা দেখলাম রাত
নাইবা ধরলাম বাড়িয়ে দেয়া তোমার দুটি হাত
নাইবা খেলাম ওষুধ কোনো নাইবা খেলাম পানি
মরণ একদিন আসবে সবার এই কথাটাও জানি
একটু আগে নাহয় আমি গেলাম তোদের ছেড়ে
পরাণ পাখি নাহয় নিলো যমদূত এসে কেড়ে
মিছেমিছি কান্নাকাটি করিস কেন ভাই
মনে রাখিস এই দুনিয়ায় অমর কেউ নাই।
জন্ম যেদিন নিলো সবাই মৃত্যুও হলো ঠিক
ভালোবাসায় অন্ধ হয়ে ছুটে দিক-বিদিক
যা পেয়েছি যা করেছি সবই ছিল মিছে
মিছেই সবাই ঘুরি শুধু সুখপাখিটার পিছে।
যা পেয়েছি এই দুনিয়ায় সবই ছিল বৃথা
যা করেছি পরের জন্য নিজের জন্য কি তা?
এই দুনিয়ায় এসেছিলাম খালি হাতে যেমন
যাবার সময় খালি হাতেই যেতে হবে তেমন।