কবিতার নামঃ বৃষ্টি
লেখকঃ প্রণয় আচার্য্য
নূপুরেরও ছন্দ তুলে ঝুমুর-ঝুমুর পায়
বৃষ্টি নামের মিষ্টি মেয়ে আসলো আমার গাঁয়।
মিষ্টি মেয়ে নৃত্য করে সারা পাড়াময়
কুঁড়েঘরের বাসিন্দাদের মনে জাগায় ভয়।
অট্টালিকার বাসিন্দারা করেন উপভোগ
নৃত্য দেখে দিনমুজুরের বাড়ে শুধু শোক।
হুংকার দেয় হঠাৎ-হঠাৎ মেঘপরীরা খুব
দিন আনতে যার পান্তা ফুরায় তারাই থাকেন চুপ।
হতাশাতে বিভোর থাকে কতশত মুখ
মিষ্টি মেয়ের নৃত্য হলো তাদের কাছে দুখ।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন