কবিতার নামঃ স্বপ্ন

লেখকঃ প্রণয় আচার্য্য

কতো না যাত্রী আঁধার রাত্রি সাগর দিয়েছে পাড়ি
মায়া-মমতার গড়া পরিবার সবকিছু তীরে ছাড়ি।
স্মৃতিরা ভোগায় সাহস জোগায় প্রিয়ার চোখের জল
অভাবের ঘর বড়ো নড়বড় পায় না কোথাও স্থল।
ক্ষুধার জ্বালায় মাটি ভিজে যায় তবুও পায় না খেতে!
স্বপ্নের রঙ সূর্য স্বয়ং বুকেতে রেখেছে পেতে।
চির দুখী মন দেখে যে স্বপন আসবে নতুন ভোর
অলিরা আসবে ফুলেরা হাসবে ভাঙবে দুখের দোর।