গল্প

গল্পের নামঃ ধর্ষন

লেখকঃ সুমাইয়া হাবিব

একটা ধর্ষন!ফেসবুক স্ট্যাটাস এর বন্যা বয়ে যাওয়া,রাস্তায় প্রতিবাদের মিছিল, মোমবাতি জ্বালানো। ধর্ষক গ্রেপতার!শেষ।

আবার আরেকটা ধর্ষন!ফেসবুক স্ট্যাটাস এর বন্যা বয়ে যাওয়া,রাস্তায় প্রতিবাদের মিছিল, মোমবাতি জ্বালানো।ধর্ষক গ্রেপতার!শেষ।
যে ছেলেটা রাস্তায় মেয়ে দেখলেই চোখ দিয়ে ধর্ষন করে ফেলে সে ও পোস্ট দিবে।
বিচার চাই!
ছেলেদের মনোযোগ আকর্ষন করার জন্য উলঙ্গ পোষাক পরা মেয়েটা ও পোস্ট দিবে!
দেশে এগুলো কি হচ্ছে?
আমরা এর বিচার চাই।
মিছিল মিটিং হবে।কিছু সচেতন মানুষেরা রাস্তায় নেমে আন্দোলন করবে।
ব্যানার হাতে নিয়ে চিৎকার করবে।
তারপর এসব ছবি ফেসবুকে পোস্ট করবে।
আবার অনেকে এসব কিছু করবেনা তারা আল্লাহর কাছে বিচার চাইবে।
তারপর নতুন কোনো ইস্যু আসবে আগেরটা বন্ধ হয়ে যাবে।আমরা মেতে উঠবো নতুন এক ইস্যু নিয়ে।হুম এমনটাই হয়ে আসতেছে।