গল্প

গল্পের নামঃ অনূভুতি

লেখকঃ নিশান ভূঞা

প্রত্যেকটা চিন্তার সাথে অনুভূতি আর ইচ্ছের একটা অদ্ভুত সম্পর্ক আছে, এই ব্যাপারটা একদিন সে জানতে পারে। তারপর থেকে মাঝে মধ্যে অযথা চিন্তা করার এক কঠিন সমস্যা তাকে পেয়ে বসে। এই যেমন, ‘ রাস্তা হারিয়ে ফেলা রাতে সে জঙ্গলে ঘুরছে। ‘
এখানে এই চিন্তার সাথে একটা অনুভূতি আছে- ঘুরতে তার ভালো লাগছে।
একটা ইচ্ছে আছে -সে চাইছে আর কখনো ফিরে না যেতে।
আসির যখন এই সমস্যায় পড়ে তখন খুব তীব্র ভাবে পড়ে। সব চিন্তার যেমন অনুভূতি আর ইচ্ছে আছে। তেমনি সব ইচ্ছেরও চিন্তা আর অনুভূতি আছে। এই যেমন, তার ইচ্ছে করছিলো না জঙ্গলে থেকে ফিরে আসতে। এই ইচ্ছের একটা চিন্তা আছে। চিন্তাটা কী ভাবতে গিয়ে বের হয়, অনিশ্চয়তা। আবার এর একটা অনুভূতি আছে। অনুভূতি ক্ষেত্র বিশেষ। একই ঘটনার দুই রকম অনুভূতি হতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটি অনুভূতির ইচ্ছে এবং চিন্তা আছে।