গল্প
গল্পের নামঃ অপেক্ষা
লেখকঃ তন্বী তাসনিম
পুরোনো আলমারির নিচের তাকে অযত্নে পড়ে থাকা ধূলোজমা ডায়েরিটা মাঝে মাঝে একটু বের দেখে নিলা।আজকেও ডায়েরিটা বের করে কভার পেজে থাকা ধুলার আস্তরণ পরম যত্নে ফু দিয়ে উড়িয়ে নিজের পুরনো সুখ-দুঃখের স্মৃতিগুলো পড়তে শুরু করল।
আজ রুদ্র আর নীলার বিবাহ বার্ষিকী। দুইবছর আগে এই দিনে তারা একে অপরের পরিচিতি হলো।নীলার প্রথম থেকেই রুদ্রকে ভালো লেগে যায়।কিন্তু বিয়ের পরপরই নীলা জানতে পারে রুদ্রের মনে অন্য কেউ আছে, সে অন্য কাউকে ভালোবাসে।
নীলা রুদ্র কে নিয়ে স্বপ্ন দেখার আগেই তার স্বপ্নগুলো ভেঙ্গে যায়। কারণ বিয়ের বেশকিছু দিন পর নীলা বুঝে যায় রুদ্র কখনো তাকে ভালোবাসবে না।এভাবে তাদের বিচ্ছিন্নভাবে সম্পর্ক চলতে থাকে।
হঠাৎ একদিন রুদ্র নীলাকে ছেড়ে তার ভালোবাসার মানুষের কাছে চলে যায়। রুদ্রের চিঠিতে একটাই কথা ছিলো নীলা আমাকে ক্ষমা কর।
রুদ্র চলে যাওয়ার পর থেকেই নীলা ডায়েরি লিখে।এই ডায়েরিতে তার সুখ -দুঃখের স্মৃতিগুলো আছে, তবুও ডায়েরিটা অযত্নে পড়ে থাকে।
ডায়েরীর শেষ পাতাটা হয়তো সবার জন্য সুখের হয় না। সে যাই হোক, তবুও শেষের পাতাটা মন দিয়ে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ সেই ডায়েরীটা নিজের বুকে জাপ্টে ধরে রাখা, যেন মনে হতে থাকে এই ডায়েরীতে থাকা প্রত্যেকটি স্মৃতি শুধু একান্তই নিজের।
নীলার আজ রুদ্রের কথা খুব মনে পড়ছে।আজকে তাদের দিনটা অন্যরকম হতো, যদি রুদ্র তার পাশে থাকত। তবুও নীলার একটা বিশ্বাস রুদ্র একদিন ঠিকই ফিরে আসবে
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন