গল্প

গল্পের নামঃ দিন শেষে তুমি ভীষণ একলা 

লেখকঃ তন্বী তাসনিম

খুব সকালে বিছানায় ফেলে আসা তোমার দুমড়ে মুচড়ে থাকা বালিশটার মত একলা !!

ব্যস্ততার সুযোগে প্রিয় গল্পের বইটার মলাটে পড়ে থাকা ধূলোর মত একলা !!
ক্লান্তিতে বাড়ি ফিরে ঘরের কোণে ছুড়ে ফেলা ব্যাগটার মত একলা !!
অবহেলায় প্লাগে লাগানো তোমার মোবাইলের চার্জারটার মত একলা !!
ঐ রূপালি চাঁদটার শীতলতার মত একলা !!
ঐ অসম্ভব উত্তপ্ত সূর্যটার মত একলা !!
অনেক গল্পের পরের নীরবতাটুকুর মত একলা !!
দিন শেষে তুমি ভীষণ একলা ...
স্বীকার করো আর নাই বা করো, তুমি ভীষণ একলা