কবিতার নামঃ রক্ত
লেখকঃ প্রণয় আচার্য্য
হার-হামেশা চলছে কত রক্ত রক্ত খেলা
যত্রতত্র বসতে দেখি তাইতো রক্তের মেলা
রক্ত দেখি পথের উপর আল্পনাতে আঁকা
রক্ত লেগে লাল হয়ে যায় বধূর হাতের শাখা।
রক্ত দেখি ঝোপেঝাড়ে কিংবা সবুজ ঘাসে
রক্ত দেখে রাষ্ট্র এখন ফ্যালফ্যালিয়ে হাসে।
রক্ত থাকে হাতের মুঠোয় রক্ত থাকে শিরায়
রক্ত নিয়ে খেলতে গেলে কেউ দেখিনা জিড়ায়।
রক্ত আমার রক্ত তোমার রক্ত সবার ভাইরে
রক্ত ছাড়া এই দুনিয়ায় বাঁচার উপায় নাইরে।
রক্ত যদি ঝরিয়ে ফেলি সবার শরীর থেকে
লাভ কি হবে এই দুনিয়ায় সভ্য নামটা রেখে!
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন