কবিতার নামঃ কি যে করি
লেখকঃ প্রণয় আচার্য্য
অভিমানী অভিমানে অভিমান করেছে,
ভুলটাকে ফুল ভেবে চুল চেপে ধরেছে
কিছুতেই থামা নেই তার এই কান্না,
যত বলি ফুলকলি সাথে চলি চান না!
মুখ তার করে ভার বলে আর ফুলে যে,
সবই ধাঁধা বাদসাধা তরী বাঁধা কূলে যে।
কী যে করি ভেবে মরি যদি তরী ভাসতো,
এই মেয়ে চেয়েচেয়ে সুখ পেয়ে হাসতো।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন