কবিতার নামঃ প্রণাম
লেখকঃ প্রণয় আচার্য্য
অন্ধকারে যে নাবিক ভাসিয়েছে ভেলা,
উচ্ছল তরঙ্গ তার নায়ে দেয় ঠেলা।
ভয়টাকে দুরে ঠেলে প্রতিজ্ঞাবদ্ধ মন,
জয় করে নিতে চায় অগ্নি সমীরণ।
নয়নের মণি তার রেখে গিয়ে তীরে,
বৈঠা হাতে নিয়ে চলে প্রিয় নাওটিরে!
স্বপ্ন তার দুই চোখে জয় করে বিশ্ব,
নিজেকে বিলিয়ে হবে পৃথিবীর শিষ্য।
এই ভেবে ভেবে তার মন হলো অস্থির।
বিশ্ব মাতার আশীষে জুড়াবে শরীর।
আমি তারে শতবার করি গো প্রণাম,
পৃথিবীর তরে কাঁদে যার মনপ্রাণ।
0 Comments
আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন